Monday, November 28, 2016

Amazing facts of USA-Israel relationship...

F-35
আপনি কি জানেন?
ইসরাইল একমাত্র দেশ যারা এখন পর্যন্ত এফ-৩৫ কে কাস্টমাইজ করার অনুমতি পেয়েছে।...

ইংল্যান্ড, ফ্রান্স,নরওয়ে,সুইডেন,কানাডা,ইটালি, সহ আরো অনেক দেশ এফ-৩৫ কিনবে। বেশ কিছু দেশকে ইতিমধ্যে কয়েকটি বিমান সরবরাহ করা হয়েছে। কিন্তু আমেরিকান ওয়েপন কিনলে অনেক ধরনের গাইডলাইন ফলো করতে হয়। ক্রয়কারী দেশ এয়ারক্রাফটকে কি কি করতে পারবে তা নির্দিষ্ট করা থাকে। সাধারণত আমেরিকা তাদের পন্যতে কোন ধরনের মোডিফিকেশন,এডিশন, বা ডিলিশনের অনুমতি দেয় না। এমনকি রিপেয়ার করতেও পেন্টাগনের অনুমতি নিতে হয়
এফ-৩৫ লাইটনিং ২ এর ক্রেতাদেরও এমন কিছু নিয়ম মেনে চলতে হবে।
জটিল ও স্পর্শকাতর প্রযুক্তির নিরাপত্তার জন্যই এসব নিয়ম। এবং এসব ক্ষেত্রে আমেরিকা কোন ধরনের আপস করে না(যদি না দেশটা ইসরাইল হয়)
ইসরাইল হলো একমাত্র দেশ যাদের এফ-৩৫ এ নিজস্ব সফটওয়ার এবং ওয়েপন সিস্টেম ইনস্টলের অনুমতি দেয়া হয়েছে একই সাথে ইসরাইল তাদের এফ-৩৫ গুলোকে স্বাধীন ভাবে সার্ভিসিং করতে পারবে।

**Courtesy goes to-"Sky Force"

No comments:

Post a Comment