Thursday, November 24, 2016

Bangladesh Air Force

  বাংলাদেশ বিমান বাহিনী  
“বাংলার আকাশ রাখিব মুক্ত”-এই প্রত্যয় নিয়ে ১৯৭১ সালের ২৮শে সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমানবাহিনী । দীর্ঘ ৪৫ বছরের পথচলায় বাংলাদেশ বিমানবাহিনীর রয়েছে অনেক অর্জন । মাত্র ৩টি যুদ্ধবিমান নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমানে রয়েছে একশোর বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান ।
ঢাকায় এর সদর দপ্তর অবস্থিত ।
ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে সারা দেশের বিমানঘাটিগুলো নিয়ন্ত্রিত । এসব বেস উইংস, রাডার স্কোয়াড্রন, ট্রেনিং ইন্সটিটিউট ও মেইন্টেইন্যান্স ও সাপোর্ট ইউনিটে বিভক্ত । ১৯৯১ সালের প্রলয়ংকারী দুর্যোগে বাংলাদেশ বিমানবাহিনীর ৪০টির বেশি যুদ্ধবিমান এবং বেশ কিছু সদ্য কেনা হেলিকপ্টার ক্ষতিগ্রস্থ হয় যার ফলে বিমানবাহিনীর আধুনিকায়ন বেশ কিছুটা ধীরগতির হয়ে পড়ে । এরপর থেকে বিমানবাহিনীকে পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে আবারো বিমান কেনা শুরু হয় । বর্তমানে বিমানবাহিনীতে রয়েছে রাশিয়ার তৈরি ৪র্থ প্রজন্মের মিগ-২৯ যুদ্ধবিমান, এফ-৭, ইয়াক-১৩০ সহ মাল্টিরোল ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান । রয়েছে এমআই-১৭, এমআই-১৭১এসএইচ, বেল-২১২,এডব্লিউ ১৩৯ হেলিকপ্টার । চলুন দেখে নেই কি কি আকাশযান রয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর বহরেঃ
যুদ্ধবিমানঃ
1. Mig-29 -8
2. F-7BGI -16
3. F-7BG -16
4. F-7MB -16
ট্রেইনার + গ্রাউন্ড অ্যাটাকঃ
1. Aero L-39 Albatross –এডভান্স জেট ট্রেইনার+গ্রাউন্ড অ্যাটাক-৭টি
2. Yakovlev Yak-130 -এডভান্স জেট ট্রেইনার+গ্রাউন্ড অ্যাটাক-১৬টি
3. Hongdu K-8 -এডভান্স জেট ট্রেইনার-৯টি
4. Nanchang PT-6 –বেসিক ট্রেইনার-২৪টি
পরিবহন বিমানঃ
1. Lockheed C-130B Hercules –পরিবহন-৪টি
2. Antonov An-32 –পরিবহন+রুপান্তরিত বম্বার-৩টি
3. Let L-410 Turbolet-পরিবহন প্রশিক্ষন-৩টি
হেলিকপ্টারঃ
1. Mi-17V5 –ভিআইপি পরিবহন-২টি
2. Mi-171Sh-অ্যাটাক-১০টি
3. Mi-17-পরিবহন-৩টি
4. Bell-206 -৪টি
5. Bell-212 -১৩টি
6. Augusta Westland AW-139 -২টি
আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থাঃ 1. FM-90B স্যাম
ভবিষ্যৎ পরিকল্পনাঃ ফোর্সেস গোল ২০৩০ এর আওতায় সরকারের পরিকল্পনা রয়েছে ৪র্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন সু-৩০ এবং অ্যাটাক হেলিকপ্টার যেমন জেড-১০ বা মি-৩৫ কেনার চিন্তা রয়েছে । এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা LY-80E অর্ডার করা হয়েছে ।









No comments:

Post a Comment