Thursday, November 24, 2016

আধুনিক ফাইটার এ অটো-ক্যানন কেন ???


অনেকেই প্রশ্ন করেন, বিভিআরের যুগেও  F-22, F-35, SU-35, PAK FA T-50 এর মত হাইলি বিভিআর ক্যাপাবল ফাইটার গুলোতে ক্যানন থাকে কেন?... 
১.খুব কাছের টার্গেট ধ্বংস করার জন্য মিসাইল কার্যকরি নয়।
   মিসাইলে মিনিমাম রেঞ্জ থাকে ( যে রেঞ্জের মধ্যে এটি টার্গেটের দিকে চালিত হতে পারে না) কিন্তু ক্যাননে          কোন    মিনিমাম রেঞ্জ থাকে না।

২.মিসাইল শেষ হয়ে যেতে পারে এমন সময়ে ক্যানন একমাত্র ভরশা।

৩.ক্যানন দিয়ে প্রায় সকল ধরনের টার্গেট হিট করা যায়।


৪.ক্যানন ফায়ার করে অন্য বিমানকে ওয়ার্নিং দেয়াও সম্ভব

৫.মিসাইলকে কাউন্টারমেজার এর মাধ্যামে বিভ্রান্ত করা সম্ভব কিন্তু ক্যাননের উপর কাউন্টার মিজার এর কোন      প্রতিক্রিয়া নেই।

৬.ভবিষ্যতে সমমানের কোন স্থিলথ ফাইটারের সাথে ডগফাইট করতে হতে পারে।

No comments:

Post a Comment