এফ-২২ প্রজেক্ট শুরু হয়েছিল ১৯৮৪ সালে এবং প্রথম আকশে উড্ডয়ন করে ১৯৯১ সালে। একই বছরেই ওয়াল্ড ওয়াইড ওয়েবের যাত্রা শুরু হয়।
তো বুঝতেই পারছেন এফ-২২ তে কোন সুপার কম্পিউটার চিপ নেই। এফ-২২তে সেযুগে পাওয়া সেরা জিনিসটা
ব্যাবহার করা হয়েছে কিন্তু প্রযুক্তির ব্যপক উন্নয়নের ফলে বর্তমানে স্মার্টফোনে থাকা প্রসেসরও এফ-২২ এর কমন ইন্ট্রিগেটেড প্রসেসর থেকে দিগুন শক্তি সম্পর্ন।
তবে চিন্তার কোন কারন নেই। এফ-২২ এর CIP থেকে প্রাপ্ত প্রসেসিং পাওয়ার এর জন্য যথেষ্ট। র্যাপটরে অনেক সাবসিস্টেম আছে যার নিজস্ব প্রসেসর আছে। এছাড়াও দুটি কমন ইন্ট্রিগেটেড প্রসেসর আছে যার প্রতিটিতে আছে ৬৬ টি করে মডিউল স্লট। এর ১ নাম্বার CIP এর ১৯ টি মডিউল স্লট এবং ২ নাম্বার CIP এর ২২ টি মডিউল স্লট এখনো খালি আছে এবং আরো একটি নতুন CIP লাগানোর মত জায়গাও আছে। । অর্থ্যাৎ পরবর্তিতে চাইলে এর প্রসেসিং পাওয়ার বাড়ানো সম্ভব।


No comments:
Post a Comment