মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার।১৯৬৮ সালে পারস্য উপসাগর থেকে বৃটিশ বাহিনী চলে গেলে কাতারে "সিভিল এয়ার সার্ভিস উইং" গঠন করা হয় । তবে পরবর্তীতে একে Qatar Emiri Air Force নাম দেয়া হয়।...
১৯৭১ সালে ৩ টি পুরাতন Hawker Hunter যুদ্ধবিমান নিয়ে কার্যত এই বাহিনী যুদ্ধ করার মতো সক্ষমতা অর্জন করে।
বর্তমানে কুয়েতের বিমানবাহিনীতে প্রায় ৩ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন।বলতে বাধা নেই বেশিরভাগ আরব দেশের মতো কাতারের বিমানবাহিনীতেও অন্য দেশ থেকে জনবল নিয়োগ দেয়া হয়।
কাতারের আছে -
ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ৯ টি Mirage-2000 এবং ৬ টি Alpha jet(স্বল্প আক্রমনে)
মজার ব্যাপার হলো ইতোমধ্যে কাতার ২৪ টি Rafale এবং ৭২ টি F-15 অর্ডার দিয়েছে এই বছর ।অত্যাধুনিক মডেলের এই ২ টি যুদ্ধবিমান বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট ।
তাদের ট্রান্সপোর্ট বহরে রয়েছে-
৪ টি C-17(আরো ৪ টা অর্ডার দেয়া)
৪ টি C-130J । প্রশিক্ষণের জন্য আছে-Pilatus pc-21 (Basic) !
কাতারের হেলিকপ্টার বহরে আছে-
AW-139 ১৮ টি
SA-342 ১৪ টি
Sea King ১১ টি
তাছাড়া ২২ টি NH-90 ইউটিলিটি কপ্টার এবং ২৪ টি AH-64 গানশিপ অর্ডার দেয়া আছে ।
এয়ারডিফেন্স এর জন্য তাদের আছে-
Rapier
MIM-102
PAC-3
THAAD (orderd)
বোঝা ই যাচ্ছে,কাতার এর বিমানবাহিনীর রয়েছে খুব'ই উজ্জ্বল এক ভবিষৎ।
**তথ্যসুত্রঃ "Sky Force"

মাশাআআললাহ
ReplyDelete