Monday, November 28, 2016

Reason to Born 'F-15 Eagle'__

F-25 & Mig-25
আপনি কি জানেন ?
বর্তমান সময়ের সবচেয়ে সফল ফাইটার "F-15 Eagle" এর জন্মের পেছনে ছিল আমেরিকানদের অনুমান করা সোভিয়েত "Mig-25 Foxbat" এর ক্ষমতার ভুল ব্যাখ্যা।...

বেশীরভাগ পশ্চিমা বিশেষজ্ঞরা ফক্সব্যাট কে একটি অত্যন্ত কার্যকরী Close Combat Fighter ভেবেছিল যেটি হবে একটি আদর্শ ইন্টারসেপ্টার ও অত্যন্ত কার্যকরী ডগফাইটার। কিন্তু বাস্তবে ফক্সব্যাট ছিল শুধুই একটি উচ্চগতি সম্পন্ন ইন্টারসেপ্টর এবং এর ডগফাইটিং ক্ষমতা প্রায় নেই বল্লেই চলে।
এই তথাকথিত কাল্পনিক উচ্চ-ক্ষমতা সম্পন্ন ফাইটার কে কাউন্টার করার জন্য আমেরিকানরা উঠে পরে লেগে যায়... ফল সরূপ তৈরি হয় ঈগল। 
যতদিনে মিগ এর সত্য প্রকাশ হয় ঈগল ততদিনে আকাশে উড়ে বেড়াচ্ছে বিক্রমে ।

**তথ্যসুত্রঃ "Sky Force" 

No comments:

Post a Comment