Mig-25
২০০২ সালের ২৩ ডিসেম্বর ইরাকের ওপর রিকনেসিস করার সময় একটি ইরাকি মিগ-২৫, ইউএস এয়ারফোর্স এর একটি প্রিডেটর ড্রোনকে শ্যুটডাউন করে। প্রিডেটর ড্রোনগুলো AIM-92 Stinger দ্বারা সজ্জিত ছিল।
এরকম ঘটনায় যদি কোন প্রিডেটর কোন ইন্টারসেপ্টরের মুখোমুখি হত, তবে পালিয়ে যাবার কথা। কিন্তু এক্ষেত্রে প্রিডেটরটি না পালিয়ে মিগ-২৫ যুদ্ধবিমানকে মিসাইল এঙ্গেজ করল । একই সময়ে মিগ-২৫ টিও মিসাইল এঙ্গেজ করে। প্রিডেটরের মিসাইল মিগের কিছু করতে না পারলেও ইন্টারসেপ্টর সাহেবের মিসাইলটি ঠিকই তার কাজ সেরে ফেলে । এটি ছিল ইতিহাসে প্রথমবার যেখানে একটি UAV ও একটি যুদ্ধবিমান এয়ার টু এয়ার যুদ্ধে মুখোমুখি হয়।
|
No comments:
Post a Comment