Thursday, November 24, 2016

S.M.-3___American killer weapon

রিম-১৭১ স্টান্ডার্ড মিসাইল ৩ ( এসএম-৩) হল শিপ বেসড মিসাইল সিস্টেম যা এইজিস ব্যালস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের একটি অংশ।
 এটি মিডকোর্স এবং টার্মিনাল পজে ব্যালস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম।SM-3 Block IIA এর রেঞ্জ হল ২৫০০ কি.মি.।.....

লাইটওয়েট এক্সোএটমোসপিয়ারিক প্রোজেক্টাইল কাইনেটিক ওয়ারহেড যুক্ত মিসাইলটিতে গাইডেন্স সিস্টেম হিসেবে আছে জিপিএস,আইএনএস, সেমি এক্টিভ রাডার হোমিং,লং ওয়েবলেংথ ইনফ্রারেড সিকার।

এন্টি ব্যালস্টিক মিসাইল হিসেবে তৈরি করা হলেও এতে লিমিটেড এন্টি স্যাটেলাইট ক্যাপাবিলিটি আছে। একে মার্ক-৪১ ভার্টিকাল লঞ্চিং সিস্টেম থেকে লঞ্চ করা সম্ভব। ১ম থেকে ৩য় স্টেজে এটি পর্যায়ক্রমে এরোজেট এমকে-৭১ সলিড-ফুয়েল রকেট বুস্টার,সলিড ফুয়েলড ডুয়েল থ্রাস্ট রকেট মোটর এবং এমকে-১৩৬ সলিড ফুয়েলড থার্ড স্টেজ রকেট বুস্টার থেকে আলাদা হয়ে যায়। এমকে-১৩৬ সলিড ফুয়েলড রকেট মোটর একে বায়ুমন্ডলের বাইরে পৌছে দিতে পারে(যদি প্রয়োজন হয়)। এই স্টেজে মিসাইল থেকে কিলার ভেহিকলটি আলাদা হয়ে পড়ে। এরপর কাইনেটিক ওয়াহেড লঞ্চিং শিপ থেকে প্রাপ্ত পয়েন্টিং ডাটা ব্যাবহার করে টার্গেট খুজতে থাকে। এই স্টেজে থ্রোটলেভল ডাইভার্ট & অল্টিচুড কন্ট্রোল সিস্টেম কাইনেটিক ওয়ারহেড টিকে ম্যানুভার করতে সাহায্য করে। টার্গেট ডিটেক্ট হওয়ার পর ওয়াহেডে থাকা সেন্সর সহূহ ইনকামিং মিসাইলের অথবা রিয়েন্ট্রি ভেহিকলের সবচেয়ে স্পর্শকাতর অংশটিকে টার্গেট করে এবং তার সাথে সংঘর্ষে লিপ্ত হয়(হিট টু কিল ইন্টাসেপশন)। এসএম-৩ এর কাইনেটিক ওয়ারহেড কাঙ্ক্ষিত স্থানে ১৩০ মেগাজুল শক্তি দিয়ে আঘাত করতে পারে যা ৩০ কেজি টিএনটি এর সমতুল্য।
অনেক আমেরিকান বিশেষজ্ঞের মতে এসএম-৩ আইসিবিএম ইন্টাসেপ্ট করতে পারে। আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও তাদের মতামত পুরাপুরি উড়িয়ে দেওয়া যায় না। ২০০৮ সালে আমেরিকা এসএম-৩ দিয়ে একটি নষ্ট স্যাটেলাইট ধ্বংস করেছিল যার গতি ছিল ম্যাক ২৩ এর চেয়ে বেশি যা রাশিয়ান স্টেট অফ দা আর্ট আইসিবিএম গুলোর গতির সমান।

No comments:

Post a Comment