আমাদের দুই ফাপরবাজ বন্ধুরাষ্ট্র India এবং China তাদের বিমান বহরে সম্প্রতি যোগ করতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক ২টি বিমান ৷
ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্যে Dassault Rafale(France) এবং পিপলস লিবারেশন চায়না এয়ার ফোর্সে Sukhoi-35(Russia)....
রাডার, মিসাইল, bvr, wvr, maneuver, ground role, avionics ইত্যাদি বিচারে কে এগিয়ে থাকবে বলে মনে করেন আপনি?
ডাসল্ট রাফালে হল একটি পরিপূর্ণ multirole বিমান ৷ অর্থাত রাফালে একইসাথে air-air এবং ground attact এ সমান পারদর্শী ৷ অন্য দিকে সুখয়-35 মূলত air superiority বিমান ৷ যদিও এতে বেশ কিছু গ্রাউন্ড মিসাইল সংযুক্ত করা যায় তবুও এর অপারেটররা একে প্রধানত আকাশ প্রতিরক্ষার কাজে ব্যাবহার করবে তা বলাই বাহুল্য ৷
dassault rafale বিমানে ব্যাবহার করা হয়েছে thales এর RBE2 ASEA radar. যার ডিটেকশন রেঞ্জ ২০০ কিমি ৷ গ্রাউন্ড মিশনেন জন্য RBE2 অসাধারন একটি রাডার ৷ এটি real time situation এ তার নিচের অঞ্চলের একটি 3D ম্যাপ তৈরি করে নিতে পারে ৷ চীনের আপকামিং Su-35 এ বসানো হয়েছে Irbis E PESA রাডার ৷ PESA হওয়া সত্বেও Irbis E এর রেঞ্জ ৪০০ কিমি ৷ আর ৯০ কিমি দুর থেকেও সে মাত্র ১০ বর্গ সেমি এর বস্তু চিনতে পারে যা রাফালের RCS এর চাইতেও অনেক কম ৷
সুতরাং রাফালে এবং সুখয় মুখোমুখি হলে রাফালেরই আগে ডিটিক্ট হবার সম্ভাবনা বেশি ৷
সুতরাং রাফালে এবং সুখয় মুখোমুখি হলে রাফালেরই আগে ডিটিক্ট হবার সম্ভাবনা বেশি ৷
ইন্ডিয়ার আপকামিং rafale-এর A-A মিসাইল গুলোর মধ্যে আছে magic 2, mica এবং প্রধান লংরেঞ্জ মিসাইল meteor. Meteor অন্যতম সেরা একটি মিসাইল ৷ এর no escape zone 60 কিমি এবং রেঞ্জ ১৫০+ কিমি (বিস্তারিত পূর্বের পোস্টে আছে) ৷ অন্যদিকে sukhoi এ যুক্ত করা যায় R-27, R-37, R-73, R-77 এয়ার মিসাইল ৷ যাদের মাঝে R-77 এর রেঞ্জ ২০০ কিমি এবং R-37 এর রেঞ্জ 400 কিমি ৷
তাত্বিকভাবে বলা যায় যে BVR যুদ্ধে দুই বিমানের দেখা হলে প্রথম মিলাইলটি sukhoi-35 পাইলটই লঞ্চ করতে পারবে , এর লংরেঞ্জ রাডার এবং মিসাইলের জোরে ৷ তবে দুটি ফাইটারই অত্যাধুনিক avionics ব্যাবহার করে ৷ শত্রু মিসাইল ফাকি দেবার জন্যে ৷
এখন যদি যুদ্ধটি কাছাকাছি হয় অর্থাত WVR রেঞ্জে, তখন প্রাধান্য পাবে Maneuverability ৷ দুটি canard wing যুক্ত বিমানই সুপার ম্যানুভারেবল করে তৈরি করা হয়েছে ৷ তবে এটা স্বীকার করতেই হবে যে কুলবিট, কোবরা, হ্যামারহেড ইত্যাদি ম্যানুভার জানা সুখয় বিমানগুলো ফাইটার শ্রেণীর সবচেয়ে extreme maneuverale ফাইটার ৷ দুটি বিমানেই আছে ৩০ mm cannon. সুখয়ে ১৫০ রাউন্ড এবং রাফালে ১২৫ রাউন্ড বুলেট ৷ তবে রাফালের ১২৫ রাউন্ড ঘাটতি পূরণ করে দেবে তার ছোটখাট আকৃতি ৷
Rafale এর সর্বোচ্চ গতি mach 1.8 সুপারক্রুজ করতে পারায় এই গতি মোটামুটি চলনসই ৷ তবে গতিতে এগিয়ে থাকবে Sukhoi. Mach 2.25 গতিতে সুখয়-35 একটি পুরোপুরি আকাশ যোদ্ধা ৷ ইন্টারসেপশনের কাজে সুখয় রাফালের চাইতে অনেক এগিয়ে ৷
গ্রাউন্ড মিশনের ক্ষেত্রে, su-35 বেশ কিছু গ্রাউন্ড মিসাইল ও ফ্রি ফল বম্ব বহন করতে পারে ৷ অপরদিকে রাফালের RBE2 রাডার, একে গ্রাউন্ড এটাকে প্রচুর সুবিধা যোগ করবে ৷ আর এর multiple hardpoint গুলোতে ৩টি করে গ্রাউন্ড মিসাইল বহন করা যায় ৷ সুপারক্রুজ গতি আর hi-low-hi ফ্লাইটে ভয়ংকর ground attack বিমান রাফালে ৷
একটি আকাশযুদ্ধের ফলাফল আগে থেকেই নিরূপন করা অসম্ভব ব্যাপার তবে সক্ষমতা বিচার করলে সুখয়-35 BVR, WVR উভয়ক্ষেত্রেই ডাসল্ট রাফালের চাইতে খানিকটা এগিয়ে থাকবে ৷ তবে প্রকৃত বিজয়ী চেনা যাবে একটি বাস্তব Areal Dogfight- এ ৷
একটি আকাশযুদ্ধের ফলাফল আগে থেকেই নিরূপন করা অসম্ভব ব্যাপার তবে সক্ষমতা বিচার করলে সুখয়-35 BVR, WVR উভয়ক্ষেত্রেই ডাসল্ট রাফালের চাইতে খানিকটা এগিয়ে থাকবে ৷ তবে প্রকৃত বিজয়ী চেনা যাবে একটি বাস্তব Areal Dogfight- এ ৷



No comments:
Post a Comment