Thursday, November 24, 2016

Vympel R-37____The Russian killer

একটি গোয়েন্দা বিমান বা Early Warning রাডার বিমানের চোখে ধরা না পরে কিংবা তার সাঙ্গপাঙ্গ ফাইটার গুলোর রেঞ্জের অনেক বাইরে নিরাপদে থেকে কিভাবে তাদেরকে মিসাইলের খোঁচা মারা যায়??
এই সমস্যার সমাধানের জন্য সোভিয়েতরা তৈরি করে R-37 মিসাইলটিকে ৷.....

Vympel R-37 হল একটি রাশান very long range, air-air missile. Mach 6 গতিতে Nato বাহিনীর AWACS গুলোকে মাটিতে মিশিয়ে দিতে সোভিয়েতরা R-37 Arrow এর কাজ শুরু কর ৮০'র দশকে ৷ Semi active radar hoaming গাইডেন্স সিস্টেমের মিসাইলটিকে মাঝপথে নতুনভাবে কোর্স পরিবর্তন করা যায় ৷ আর-৩৭ এর রেঞ্জ 150 km থেকে শুরু করে 400 km ৷
তৈরির পর এরোর কোন যুদ্ধে ওড়ার দূর্ভাগ্য না হলেও ১৯৯৪ সালে একটি টেস্টে 300 কিমি দূরত্বের টার্গেটকে হিট করে ৷ 
এ মিসাইলের আধুনিক ভার্শন R-37M গুলো mig-31 এবং su-35 হতে লঞ্চ করা যায় ৷ অপ্রতিরোধ্য গতি আর বিশাল রেঞ্জ নিয়ে আর-৩৭ মিসাইল সেরাদের একটি ৷ 

No comments:

Post a Comment