![]() |
| "SOM"__Turkish cruise missile |
মিসাইলটি ভুমিতে, সাগরে স্থির এবং চলমান উভয় ধরনের টার্গেটের বিরুদ্ধে কার্যকর।
৬০০ কেজি ওজনের মিসাইলটিকে শক্তি যোগায় একটি ছোট মাইক্রোটিউব টিআরআই ৪০ টার্বোফ্যান ইঞ্জিন যা ফ্রান্সের তৈরি। এটি ৩.৩kn থ্রাস্ট উৎপন্ন করতে পারে। তবে তুরস্কের নিজস্ব একটি ইঞ্জিন তৈরির কাজ চলছে যা এবছরই শেষ হবে।
এটির রেঞ্জ হলো ২৫০ কি.মি.।
মিসাইলটিতে গাইডেন্স সিস্টেম হিসেবে আছে ইনারশিয়াল নেভিগেশন,জিপিএস,রাডার বেসড টেরাইন রেফারেন্স নেভিগেশন,ইনফ্রারেড ইমেজিং সিকার যা মিসাইলের টার্মিনাল স্টেজে কাজ করে।
এর গুরুত্বপূর্ণ একটি ফিচার হল টেরাইন হাগিং ও সি স্কিমিং।টেরাইন রেফারেন্স নেভিগেশন থাকায় এটি ভুমি থেকে মাত্র ২.৫ থেকে ৩ মিটার উচ্চতায় উড়তে পারে। এই উচ্চতায় গ্রাউন্ড বেসড রাডার দিয়ে মিসাইলকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। এছাড়াও মিসাইলটি কম্পোজিট ম্যাটেরিয়াল দ্বারা তৈরি ফলে এর রাডার ক্রস সেকশনও কম।
লকহীড মার্টিন এবং রোকেস্তান SOM এর নতুন একটি ভ্যারিয়েন্ট SOM-J তৈরিতে কাজ করছে যা এফ-৩৫ এর ইন্টানাল ওয়েপন বে তে বহন করা যাবে।
লাইটনিং ২ তার ইন্টানাল ওয়েপন বে তে দুটি SOM-J বহন করতে পারবে।
**তথ্যসূত্রঃ "Sky Force" **

thank
ReplyDelete