২০০২ সালের ২৩ ডিসেম্বর ইরাকের ওপর রিকনেসিস করার সময় একটি ইরাকি মিগ-২৫, ইউএস এয়ারফোর্স এর একটি প্রিডেটর ড্রোনকে শ্যুটডাউন করে। প্রিডেটর ড্রোনগুলো AIM-92 Stinger দ্বারা সজ্জিত ছিল।
প্রথমে AK-47 এর নাম করন নিয়ে আসি। "A" আসে রাশিয়ান শব্দ "Avtomat" থেকে যার বাংলা মানে "স্বয়ংক্রিয়" আর "K" আসে এই অস্ত্রের প্রস্তুত কারক "Kalashnikov" (কালাশনিকভ) এর নাম থেকে, আর "47" আসে এই অস্ত্রের প্রস্তুত সাল থেকে অর্থাৎ "1947" সালকে কেন্দ্র করে। এই সবগুলি মিলে এই অস্ত্রের নামকরন করা হয় "AK-47"।...
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার।১৯৬৮ সালে পারস্য উপসাগর থেকে বৃটিশ বাহিনী চলে গেলে কাতারে "সিভিল এয়ার সার্ভিস উইং" গঠন করা হয় । তবে পরবর্তীতে একে Qatar Emiri Air Force নাম দেয়া হয়।...
২০০২ সালে চেচেয়ান বিদ্রোহীরা ম্যানপ্যাড দিয়ে রাশিয়ান এমআই-২৬(MI-26) হেলিকপ্টারকে শ্যুটডাউন করে।উল্লেখ্য, এমআই-২৬(MI-26) কোন গানশিপ হেলিকপ্টার নয়। এটি মূলত পরিবহনের কাজে ব্যাবহৃত হয়।...